দেশ

সিঙ্ঘু বর্ডারে তৃণমূলের ৫ সাংসদ, কৃষকদের সঙ্গে থাকার বার্তা মমতার

”মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন এটা বড় ব্যাপার, আমাদের সৌভাগ্য। আপনার সাহায্য আমাদের দরকার ৷ আপনি যদি এখানে এসে আমাদের সঙ্গে যোগ দেন, তাহলে এই আন্দোলন আরও শক্তিশালী হবে ৷”

নয়াদিল্লিঃ আগেই আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতো আজ সিঙ্ঘু বর্ডারে কৃষকদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল ৷ দলে ছিলেন পাঁচ সাংসদ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পাঁচ তৃণমূল সাংসদ, ডেরেক ও’ব্রায়ান, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল ও মহম্মদ নাদিমূল হক আজ কৃষকদের সঙ্গে দেখা করে তাঁদের কথা শোনেন ৷ অনেক ছোটো ছোটো কৃষক গ্রুপ টেলিফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন ৷ কৃষকদের আন্দোলনে তাঁদের পাশে থাকার বার্তা দেন মমতা ৷ সিঙ্ঘু বর্ডারে কৃষকরাও আইন প্রত্যাহার করার দাবিতে অনশনে বসেছে ৷ তাঁদের সেই আন্দোলনে এবার তাঁরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চাইছেন ৷ এমনকি টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরনায় যোগ দেওয়ার আহ্বান জানান কৃষকরা ৷ টেলিফোনে এক কৃষক মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন, ‘‘আপনি আমাদের সঙ্গে আছেন এটা বড় ব্যাপার, আমাদের সৌভাগ্য ৷ কৃষকদের যে আন্দোলন শুরু হয়েছে, আমার মনে হয় না এই রকম আন্দোলন আর হবে ৷ আপনার সাহায্য আমাদের দরকার ৷ আপনি যদি এখানে এসে আমাদের সঙ্গে যোগ দেন, তাহলে এই আন্দোলন আরও শক্তিশালী হবে ৷’’ আরও এক কৃষক মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলেন ৷ তিনি ফোনে মমতাকে বলেন, ’’ সব ধর্মালম্বী মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, আমাদের সঙ্গে কথা বলুন ৷ আমরা একসঙ্গে মোদি সরকারকে উৎখাত করব ৷ মোদি শুধু মাত্র দুই লোকের কাজে এসেছেন এক আম্বানি, দুই আদানী ৷ পশ্চিমবঙ্গে আপনি যেভাবে কাজ করছেন, আমরা আপনার কাজের প্রশংসা করি ৷ আপনি বঙ্গের বিজেপিকে বড় বড় ঝটকা দিয়েছেন ৷ আমরা চাই আপনার মতো গোটা দেশের মহিলারা এগিয়ে আসুক ৷’’ উল্লেখ্য, ১৪ বছর আগে সিঙ্গুরে জমি আন্দোলনের সময় টানা ২৬ দিন অনসনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷