কয়েক দিন ধরেই জল্পনা শুরু হয়ে ছিল রাজ্যের আরেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁর অনুগামীদের পোস্টার। সেইসময় স্বাভাবিকভাবেই সকলের ধারণা তৈরি হয়েছিল, তিনিও দলবদলের সিদ্ধান্তও নিতে পারেন। অনেকেই ১৯ ডিসেম্বরের অমিত শাহের সভায় তাঁকেও দেখা যেতে পারে বলে মনে করেছিলেন। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিধানসভার ফুলমেলায় হাজির হন রাজীব। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দলের সঙ্গে আমার কোনওদিন কোনও বিরোধ ছিল না। কোনও জল্পনায় কান দিই না। ওসব জল্পনা-কল্পনার মাঝে আমি নেই। আমি বাস্তবে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনগণের পাশেই রয়েছি।”