জেলা

তুফানগঞ্জে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, বিজেপি-র সভায় না যাওয়াতেই খুন বলে অভিযোগ

মৃতদেহের মুখে বিজেপির পতাকা চাপা দেওয়া

সাতসকালে জমি থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ।  উদ্ধার হয়েছে একটি ছুরিও। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের রামপুর ২ এলাকার জালধোয়া গ্রামে। ওই যুবক একজন তৃণমূল কর্মী বলেই এলাকায় পরিচিত। অভিযোগ, ওই যুবককে খুন করে জমিতে দেহ ফেলে দেওয়া হয়েছে। অভিযোগের তির বিজেপি-র দিকে। তবে এই অভিযোগ অস্বীকার করছে বিজেপি নেতৃত্ব। বিজেপি-র সভায় না যাওয়াতেই খুন বলে অভিযোগ করছে মৃতের পরিবার। নিহত খালেক মিঞার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পাশাপাশি মৃতদেহের মুখে বিজেপির পতাকা চাপা দেওয়া ছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।