দেশ

আপ নেতার অফিসে হামলা,‌ ‘কৃষক আন্দোলন থেকে দূরে থাকতে বলুন কেজরিকে’, হুমকি বিজেপির

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রকাশ্যে কৃষি বিলও ছিঁড়ে ফেলতে দেখা গেছে তাঁকে। ‘‌বার্তা’ দিতে এবার রাঘব চাড্ডা কার্যালয়ে হামলা চালালেন ‘‌না–খুশ’ বিজেপির নেতা–কর্মীরা, অভিযোগ আপ–এর‌‌। দিল্লি জলবোর্ডের ভাইস চেয়ারম্যান রাঘব চাড্ডা। সংবাদমাধ্যমে তিনি জানান, ‘‌এদিন দুপুর সাড়ে বারোটা থেকে জল বোর্ডের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন গেরুয়া শিবিরের নেতা–কর্মীরা। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগানও তোলা হয়। তারপরই চলে হামলা। সেখানে উপস্থিত ছিলেন দিল্লি বিজেপির সভাপতি অদেশ গুপ্ত। এমনকি বিজেপি কর্মীরা হুমকি দিয়ে বলে গেছেন, ‘‌কৃষক আন্দোলন থেকে দূরে থাকতে বলুন অরবিন্দ কেজরিওয়ালকে।’‌’‌  খবর পেয়েই টুইটারে মুখ খোলেন কেজরি। লেখেন, ‘‌শেষ নিঃশ্বাস পর্যন্ত কৃষকদের পাশে দাঁড়াব। যাঁরা কাপুরুষের মতো হামলা চালায়, তাঁদের ভয় পাই না। দলীয় কর্মীদের উদ্দেশে বলতে চাই, বিজেপির হামলায় প্ররোচিত হবেন না। কৃষকদের সবরকমভাবে সহায়তা করুন। সমর্থন দিন।’‌  সম্প্রতি মুখ্যমন্ত্রী কেজরি এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতেও হামলা চালিয়েছে ‘‌গেরুয়া–গুণ্ডারা’‌, অভিযোগ আপ–এর। পৌরনিগম পরিচালনার জন্য টাকা দিচ্ছে না কেজরিওয়াল সরকার, এই অভিযোগে বেশ কয়েকদিন ধরেই আপ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। উল্টোদিকে বিজেপির বিরুদ্ধে আড়াই হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে আপ। এদিনের হামলার পর সিসোদিয়া বলেন, ‘‌বিজেপির কাজই গুণ্ডাগিরি করা। এখন তো প্রকাশ্যে লোকের বাড়িতে, অফিসে গুণ্ডামি করছে ওরা।’‌