মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিওকে চিঠি দিয়েছেন সাত প্রভাবশালী কংগ্রেস সদস্য। তাঁদের মধ্যে আছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস উওম্যান পামেলা জয়পাল। চিঠিতে পম্পিওর কাছে আবেদন জানানো হয়েছে, অবিলম্বে ভারতের কৃষক আন্দোলন নিয়ে সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মার্কিন কংগ্রেস সদস্যদের মতে, ভারতের কৃষি আইন নিয়ে শিখ আমেরিকানরা উদ্বিগ্ন। ভারতের অন্যান্য রাজ্য থেকে আসা মার্কিন নাগরিকরাও ওই আইনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। চিঠিতে লেখা হয়েছে, ‘বহু ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কৃষি আইনে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। কারণ পাঞ্জাবে তাঁদের পরিবারের জমি আছে। তাঁদের পরিবারের অনেকে পাঞ্জাবে বসবাস করেন।’ সাত কংগ্রেস সদস্যের মতে, কৃষি আইন নিয়ে ভারতে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পম্পিওকে তাঁরা অনুরোধ করেছেন, ‘আপনি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলুন। তাঁকে জানিয়ে দিন, আমেরিকা সব সময় বাকস্বাধীনতার পক্ষে অবস্থা নেয়।’ মার্কিন কংগ্রেস সদস্যরা লিখেছেন, আমেরিকায় প্রায়ই নানা আন্দোলন হয়। সামাজিক আন্দোলনের সময় কীভাবে পরিস্থিতি সামলাতে হয়, তা নিয়ে আমেরিকার সরকার ভারতকে পরামর্শ দিতে পারে। এর পরে লেখা হয়েছে, ‘ভারত সরকার তার জাতীয় নীতি স্থির করতে পারে। আমরা সেই অধিকারকে সম্মান করি। একইসঙ্গে ভারতের অভ্যন্তরে ও বাইরে যাঁরা কৃষি আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছেন, তাঁদের অধিকারকেও আমরা সম্মান করি।’