কলকাতা

‘আপনার পাশে আছি’‌, বাড়ি বিতর্কে অর্মত্য সেনকে চিঠি ‘‌বোন’‌ মমতার

শান্তিনিকেতনে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগ উঠেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে। বৃহস্পতিবারই তার কড়া জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার সরাসরি অর্মত্য সেনকেই চিঠি লিখলেন তিনি। চিঠিতে নিজেকে অর্মত্য সেনের ছোট বোন হিসাবে উল্লেখ করে মমতা লিখেছেন, ‘‌শান্তিনিকেতনের সঙ্গে আপনার পৈতৃক যোগাযোগ নিয়ে সংবাদমাধ্যমের সাম্প্রতিক কিছু খবরে আমি হতবাক।’‌ শান্তিকেতনে অমর্ত্য সেনদের পারিবারিক ইতিহাস চিঠিতে স্পষ্ট করেছেন মমতা। অর্মত্য সেনের মায়ের বাবা ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনের প্রথম অধিবাসীদের মধ্যে অন্যতম। প্রতীচী নামের বাড়িটি গত আট দশক আগে তৈরি করেছিলেন অর্মত্য সেনের বাবা তথা বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রশাসক আশুতোষ সেন। নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অমর্ত্য সেনকে লেখা চিঠিতে মমতার কটাক্ষ, ‘আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে বিশ্ব‌ভারতীর কিছু নব্য হানাদার অবাক করা এবং ভিত্তিহীন অভিযোগ করছে। এতে আমি ব্যথিত, এই লড়াইয়ে আপনার পাশে আছি, লড়াইটা অসহিষ্ণুতা এবং অসত্যের বিরুদ্ধে লড়ার জন্য আপনাকে তাদের শত্রু তৈরি করেছে।’‌ এই অভিযোগের বিরুদ্ধে তাঁরা জিতবেনই বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।