বিজেপিকে বড়সড় চ্যালেঞ্জ দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। বড়দিনের দুপুরে কেতুগ্রামে জনসভা করেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। সেখানে একাধিক ইস্যুতে তিনি নিশানা করেন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে। রাজ্যবাসীকে সেখান থেকেই আশ্বাস দিয়ে তিনি জানান, কোনও পরিস্থিতিতেই বাংলায় এনআরসি হতে দেবেন না। আর তখনই তিনি এটাও জানিয়ে দেন যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০টি আসন না পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কার্যত কেতুগ্রামের সভা থেকেই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গেরুয়া শিবিরের উদ্দেশ্যে। কেতুগ্রামের সভা থেকে বিজেপির দেওয়া ‘সোনার বাংলা’ তৈরির প্রতিশ্রুতি নিয়ে আক্রমণ শানেন অনুব্রতবাবু। বলেন, ‘যদি বিজেপি সোনার বাংলা তৈরি করতে পারে তবে সোনার ভারত কেন হল না? কেন এভাবে হেনস্তার মুখে পড়তে হচ্ছে কৃষকদের, দরিদ্র মানুষকে? প্রয়োজনে রক্তবন্যা বইবে, কিন্তু বাংলায় এনআরসি হতে দেবেন না তাঁরা। বিজেপি মিথ্যেবাদী, বেইমানের দল। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০টা আসন না পেলে আমি রাজনীতি ছেড়ে দেব। কারণ, আমি জানি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। ৫ বছরেত মধ্যে প্রত্যেকে ২৫ লক্ষ টাকার চিকিত্সা পাবেন বিনামূল্য। দেশের আর কোনও রাজ্যে এমনটা হয়নি। রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, কার্যত সব কিছুই বিনামূল্যে হাতের নাগালে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা কোথাও হয় না। মুখ্যমন্ত্রী বাংলার জন্য যা করছেন, পৃথিবীর আর কারও পক্ষে তা সম্ভব নয়। খালি দলের সকলে মনে রাখবেন নেতারা নয়, কর্মীরাই শেষ কথা। তাই যে নেতারা দল ছাড়তে চান ছেড়ে দিন, তাতে কোনও সমস্যা নেই। কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন।’