কলকাতা

বিজেপির পার্টি অফিস থেকে বেরোতেই ‘শুভেন্দু মুর্দাবাদ’ স্লোগান, সুনীলের বিক্ষোভের ঘটনায় রিপোর্ট গেল শাহের কাছে!

দলের কার্যালয়ে ঢোকার মুখে বিক্ষোভের মুখে পড়েছিলেন, আর একজন কার্যালয় থেকে বার হওয়ার সময় ‘মুর্দাবাদ’ শ্লোগান শুনলেন। প্রথমজন সাংসদ সুনীল মণ্ডল এবং দ্বিতীয়জন শুভেন্দু অধিকারী। এদিন সকালে দক্ষিন কলকাতার হেস্টিংসে বিজেপির কার্যালয়ের সামনে সুনীলের গাড়ি ঘিরে ধরে দেখান তৃণমূলকর্মীরা, তাঁরাই আবার দুপুরে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ‘মুর্দাবাদ’ শ্লোগান তোলেন। এই দুটি ঘটনাকেই এদিন আবার রাজ্য বিজেপি নেতৃত্ব হামলার ঘটনা বলে চিহ্নিত করে রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। এদিন হেস্টিংসে বিজেপির কার্যালয়ে দলবদলুদের সংবর্ধনা দেওয়ার যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে অবশ্য কোনও ব্যাঘাত ঘটেনি। সেখানে মূল অনুষ্ঠান ভালো ভাবেই হয়েছে। সেই অনুষ্ঠান থেকে অনেকেই আবার তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। সুনীলের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ ও শুভেন্দুর গাড়ি লক্ষ্য করা ‘মুর্দাবাদ’ শ্লোগান দেওয়ার ঘটনায় এদিন রাজ্য বিজেপির পক্ষ থেকে কৈলাস বিজয়বর্গীয় রিপোর্ট পাঠিয়েছেন অমিত শাহকে।