আজ ৭২তম মন কি বাতে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন কি বাত-এ প্রধানমন্ত্রী বললেন, দেশীয় খেলনার ক্রয়-বিক্রয় বাড়ছে। তাঁর মতে আত্মনির্ভর ভারতের ঘোষণার এক বছরেরে মধ্যেই পরিবর্তন দেখা যাচ্ছে দেশের সর্বস্তরের মানুষের মানসিকতায় ৷ প্রধানমন্ত্রী আবারও আত্মনির্ভর ভারতের পক্ষে সওয়াল করেন। তিনি দেশবাসীকে দেশের পণ্য ব্যবহার করে উত্সাহিত করেন। তিনি জানান, এই বছর করোনাভাইরাস মহামারীর কারণে দেশবাসীর অনেক সমস্যা হয়েছে। তবুও দেশবাসী লড়াই করেছে। সমস্ত সমস্যার সঙ্গে দেশ লড়াই করেছে। তিনি বলেন, আমাদের দেশ নতুন বছরে সাফল্যের শিখরে যাক, এটাই কাম্য।”
এক নজরে প্রধানমন্ত্রীর বক্তব্য:
- দেশীয় খেলনার ক্রয়-বিক্রয় বাড়ছে। আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে দেশ। মানুষের মনে বদল আছে। দেশের পণ্য কেনায় আগ্রহ বাড়ছে। দেশবাসীর চিন্তায় পরিবর্তন হয়েছে।
- গ্রাহকরাও ‘মেড ইন ইন্ডিয়া’ খেলনা চাইছেন। এটি মানুষের মনোভাবের মধ্যে একটি বৃহত রূপান্তরের জীবন্ত উদাহরণ এবং তাও মাত্র এক বছরের মধ্যে। এই রূপান্তরটি অনুমান করা সহজ নয়।
- আমি আমাদের নির্মাতারা এবং শিল্প নেতাদের প্রতি আহ্বান জানিয়েছি যে যখন লোকেরা পদক্ষেপ নিয়েছে এবং যখন প্রতিটি ঘরে ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রটি বাজছে হচ্ছে তখন আমাদের পণ্য বিশ্বমানের তা নিশ্চিত করার সময় এসেছে।
- বিশ্বের সেরা পণ্য ভারতে উত্পাদন করা আবশ্যক। এ জন্য আমাদের উদ্যোক্তাদের অবশ্যই এগিয়ে আসতে হবে।
- আমি আপনাদের প্রতিদিনের ব্যবহারের সামগ্রীর একটি তালিকা তৈরি করতে এবং তা খতিয়ে দেখার আবেদন করছি। দেখবেন আমদানি করা পণ্যগুলি অজ্ঞাতেই আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আসুন ভারতীয় বিকল্প পণ্যগুলি ব্যবহার করার সংকল্প করি।