আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রের সাংগোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত ১০০তম কিসান রেলের যাত্রার সূচনা করলেন। মোদী বলেন, দেশের কোটি কোটি কৃষককে শুভেচ্ছা জানাই। কোভিড-১৯ চ্যালেঞ্জের মধ্যেও কিসান রেল নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে গত ৪ মাসে এবং এবার ১০০তম ট্রেন চলছে। তিনি আরও বলেন, কিসান রেল কৃষকদের ক্ষমতা্য়নের দিকে ও তাদের আয় বাড়ানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী বলেন, কিসান রেল পরিষেবা দেশের কোল্ড সাপ্লাই চেনের শক্তি বাড়াবে এবং কিসান রেল হল চলমান হিমঘর। এতে বিনষ্টযোগ্য ফল, সবজি, দুধ, মাছ প্রভৃতি নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া যায়। এই বহুমুখী পণ্য ট্রেন পরিষেবা ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধকপি, লঙ্কা প্রভৃতি বয়ে নিয়ে যায়। এছাড়াও ফল বয়ে নিয়ে যায় যেমন আঙুর, কমলা্লেবু, বেদানা, কলা প্রভৃতি।