বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার সফরের সময় কনভয়ের নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন ৩ আইপিএস । তাঁদের ডেপুটেশন পোস্টিং দিয়েছিল কেন্দ্রীয় সরকার । এবার এই ৩ আইপিএসকে কেন্দ্রীয় ডেপুটেশনের পোস্টিংয়ের জন্য না ছেড়ে বদলিতে পাঠাচ্ছে রাজ্য সরকার। এর মধ্যে আজ ২ আইপিএসকে বদলির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন । আইপিএস বদলি নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠতে চলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ের নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন আইপিএস ভোলানাথ পাণ্ডে, রাজীব মিশ্র এবং প্রবীণ ত্রিপাঠী। আজ বিজ্ঞপ্তি জারি করে ডায়মন্ড হারবারের এসপি ভোলানাথ পাণ্ডেকে হোম গার্ডের এসপি পদে বদলি করল নবান্ন। একই রকমভাবে দক্ষিণবঙ্গের আইজিপি রাজীব মিশ্রকে রাজ্য সরকার এডিজিপি (দক্ষিণবঙ্গ) পদে পাঠাল । ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য সরকার ২ আইপিএসকে পোস্টিং দিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিল। আরও একবার স্পষ্ট করল আইপিএসদের কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়াকে কোনওভাবেই মেনে নেবে না রাজ্য সরকার।