হাজার হাজার কৃষক আজ পাটনার রাজভবনের দিকে মিছিল করলেন কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনগুলি বাতিলের দাবিতে। তারা যোগ দিলেন দেশজোড়া ব্যাপক বিক্ষোভে। পাটনার বিখ্যাত গান্ধী ময়দান থেকে এই মিছিল শুরু হয়। পুলিশ মিছিল আটকায় ডাক বাংলা চকে। তারা ব্যারিকেড ও ব্যাটন ব্যবহার করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকেই আহত হয়। পুলিশ জানিয়েছে, তার আগে গান্ধী ময়দানেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পুলিশ গান্ধী ময়দানে ঢোকার সবকটি রাস্তা বন্ধ করে দিয়ে একটিমাত্র গেট খোলা রেথেছিল, সেনিয়েই সংঘর্ষ বাধে। পুলিশ জানিয়েছে পদপৃষ্ট হওয়া এড়াতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিল বিভিন্ন বাম দল ও ইউনিয়নের সদস্য। তাদের অভিযোগ, এটা তাদের প্রতিবাদ আটকে দেওয়ার প্রচে্ষ্টা। ওদিকে হাজার হাজার কৃষক দিল্লির কাছে হাইওয়েতে শিবির করে আছেন। একমাসেরও বেশি সময় ধরে তাঁরা নয়া আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের আশঙ্কা এই আইনে কৃষি ক্ষেত্রে ছড়ি ঘোরাবে কর্পোরেটরা ও তাঁদের আয় কমবে।