জেলা

বল্লভপুরের আদিবাসী গ্রামের চায়ের দোকানে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী, কথা বলেন মহিলাদের সাথে, হাত লাগলেন রান্নার কাজেও

বোঝালেন ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সুবিধা

গত ২৮ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে আসেন একাধিক কর্মসূচি নিয়ে। আজ তাঁর কলকাতা রওনা দেওয়া কথা। তবে কলকাতা রওনা দেওয়ার আগেই আচমকা বুধবার তিনি পৌঁছে যান শান্তিনিকেতনের সন্নিকটস্থ বল্লভপুর আদিবাসী গ্রামে। সেখানে তিনি আদিবাসী মানুষদের সাথে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং তাদের এই প্রকল্পের সুবিধা সম্পর্কে বোঝান। বল্লভপুরের ওই আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে সেখানকার আদিবাসী মহিলাদের সাথে কথা বলে জানতে চান সরকারি প্রকল্পগুলি সুযোগ-সুবিধা ঠিকঠাক পারছেন কিনা। আর এর পরেই তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমাতে হঠাত্‍ পৌঁছে যান এলাকার একটি চা ও চপ তৈরি দোকানে। আচমকা এমন পাড়ার দোকানে মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা এবং মুখ্যমন্ত্রীর সাথে একবার দেখা করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।বল্লভপুরের আদিবাসী পাড়া ওই চায়ের দোকানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ওই দোকানে গরম গরম চায়ে চুমুক দেন। পাশাপাশি সেই সময় ওই দোকানে রান্নাবান্না চলছিল দেখে ঘরের মেয়ের মত খুন্তি নাড়তে শুরু করেন। আর এই সকল অভাবনীয় মুহূর্ত দেখে এলাকার বাসিন্দারা অভিভূত হন। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা, সে বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি সম্পর্কেও সকলকে বোঝান তিনি।