কলকাতা

হাইকোর্টের রায়ের পরই আজ থেকে শহরে কড়া বন্দোবস্ত কলকাতা পুলিশের

কলকাতা হাইকোর্টের নির্দেশ ও কেন্দ্রীয় সরকারের সুপারিশের পর বর্ষশেষ ও নতুন বছর শুরুর রাতে শহর কলকাতায় আরও কড়া হচ্ছে পুলিশি ঘেরাটোপ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দুর্গোত্‍সবের সময় যেভাবে কোভিড বিধি লাগু করতে পুলিশের তত্‍পর ছিল, বর্ষশেষ ও বর্ষবরণের রাতেও সেরকমই সক্রিয় থাকবে কলকাতা পুলিশ। বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরুর দিন শহরে যাতে সুরক্ষা বিধি যথাযথ মানা হয়, সে ব্যাপারে গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশিকা জারি করেছে। এরপরই তত্‍পরতা বাড়ানোর পথে হেঁটেছে কলকাতা পুলিশও। শহরজুড়ে বুধবার থেকে টানা ৩-৪ দিন কড়া নজরদারি থাকবে যাতে মানুষ কোভিড বিধি ভঙ্গ না করেন। তাই বর্ষবরণের রাতে এবার আরও কড়া নজর থাকবে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, নিউ মার্কেট সংলগ্ন এলাকায়। বেশি লোকের জমায়েত হতে পারে বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটের এমন কিছু এলাকার বিশেষ কিছু জায়গায় আলাদা নজর থাকবে পুলিশের। লালবাজার সূত্রের খবর, বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় যাতে সুরক্ষা বিধি যথাযথভাবে মানা হয়, তার জন্য সারাক্ষণ মাইকিং করা হবে। পুলিশের তরফ থেকে এন্ট্রি পয়েন্টে মাস্ক বিতরণ করা হবে। দেওয়া হবে হ্যান্ড স্যানিটাইজার’ও।পার্ক স্ট্রিট ক্রসিং থেকে থানা পর্যন্ত বেশ কয়েকটি টাওয়ার তৈরি করা হবে। সেখান থেকে পুলিশ পুরো রাস্তার উপর নজরদারি চালাবে। ২৫ ডিসেম্বরের মতই এই রাস্তায় প্রবেশ করলেও বেরিয়ে যাবার রাস্তা বেশি করা হচ্ছে। যাতে ভিড় অযথা না বাড়ে। যদি মানুষের সংখ্যা বেড়ে যায় তাহলে প্রয়োজন মতো ব্যবস্থা নেয়া হবে বলেই জানিয়েছে পুলিশ। এমনকি দরকার হলে তৈরি করা হতে পারে ড্রপ গেটও।