কলকাতা

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ছাত্রনেতা সুজিত শ্যাম

এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন ছাত্রনেতা সুজিত শ্যাম। বুধবার হেস্টিংসে গেরুয়া শিবিরের কার্যালয়ে মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। বাঁকুড়ার ছেলে সুজিত। সেখানেই রাজনীতিতে হাতেখড়ি। তৃণমূলে মুকুল রায় যখন সেকেন্ডম্যান তখন তাঁর ছায়াসঙ্গী ছিলেন এই সুজিত। পরবর্তীকালে ২০১৭ সালে মুকুলবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর ধরে নেওয়া হয়েছিল সুজিতও বিজেপিতে যাবেন।গত প্রায় চার বছর ধরে সুজিতকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়নি। ফলে অনেকের মতে, সুজিতের বিজেপিতে যাওয়া প্রায় অনিবার্যই ছিল। ঠিক কী কারণে দল ছাড়লেন সুজিত শ্যাম? দলবদলের পর সেকথা নিজেই জানান। তিনি বলেন, ‘১৬ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে যোগ দিয়েছিলাম। পরে দেখলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে সমর্থনকারীরাই ঘাসফুলে যোগ দিল। মমতাদির কাছের লোক হয়ে গেলেন তাঁরা। দিদির মঞ্চ আলো করে থাকেন তাঁরাই। আগের মতো তৃণমূল আর নেই। তৃণমূলে ছাত্র বা যুব বলে আর কিছুই অবশিষ্ট নেই। কে কীসের দায়িত্ব, কেমন কর্মসূচি, কিছুই আর জানা যায় না।’