কলকাতা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অশোক ভট্টাচার্য

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগের জল্পনার মাঝে তাঁর বেহালার বাড়িতে হাজির হয়েছেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। দীর্ঘ সময় তাঁদের মধ্যে কথা হয়েছে। শিলিগুড়ি পুরপ্রশাসক সৌরভকে পরামর্শ দিয়েছেন রাজনীতিতে না আসার জন্য। বরং তিনি মনে করেন ক্রিকেট সৌরভকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। অতএব রাজনীতি থেকে দূরে থাকাই তাঁর শ্রেয়। সম্প্রতি ক্রিকেটের মহারাজ সৌরভকে নিয়ে গেরুয়া শিবিরে যোগ নানা জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার মাঝেই তিনি রাজ্যপাল জাগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেছেন। তারপর দিল্লিতে একই মঞ্চে অমিত শাহের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি সৌরভ বিজেপিতে যোগ দিচ্ছেন? এমনকি অমিত শাহকে সৌরভ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরাসরি তিনি না বলেননি। বরং অমিত শাহ জল্পনা উসকে দিয়ে বলেছিলেন তালিকা আরও দীর্ঘ।বুধবার সৌরভের বাড়ি গিয়ে মধ্যাহ্ন ভোজন সেরেছেন সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। পরে তিনি ফেসবুক পোস্ট লিখেছেন বুধবার তিনি সৌরভ ও ডোনার সঙ্গে অনেক গল্প করেছেন। তাঁর প্রার্থী হওয়ার জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ। তবে অশোকবাবু চান না সৌরভ যাতে রাজনীতিতে না আসে। সেটা তাঁকে বলেছেন তিনি।