বিদেশ

ইয়েমেনের আডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ

ইয়েমেনের আডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ আহত ১২ জনের বেশি মানুষ ৷ বুধবার ইয়েমেনের নতুন সরকাররের মন্ত্রিদের বহনকারী একটি বিমান অবতরণের কিছুক্ষণ মধ্যেই সেখানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা আল আরাবিয়া। জানা গিয়েছে, মর্টার শেল দিয়ে বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে এই হামলায় ইয়েমেন সরকারের কোনও মন্ত্রীর প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে পাঁচ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। মন্ত্রীদের বহনকারী বিমান অবতরণের সময় ইয়েমেনের এয়ারপোর্টে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ ও গোলাগুলির পর প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে আডেন শহরে প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে।