আজ ৩১ ডিসেম্বর। বছরের শেষ দিন। আর কয়েক ঘণ্টা পরেই ২০২১-কে স্বাগত জানাবে বিশ্ব। নতুন ভোরে স্বপ্ন দেখার হবে শুরু। গোটা বছরটাই প্রায় করোনা মহামারীর গ্রাসে চলে গিয়েছিল। সেখান থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক। অবশেষে বছরের শেষ দিনে সুখবরটা দিলেন নরেন্দ্র মোদি। দেশের প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন টিকাকরণের প্রস্তুতি শেষ ধাপে। ভিডিয়ো কনফারেন্সে রাজকোটের এইমস-এর শিলন্যাস অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা সংক্রমণের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িতে লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন আজ সেইসব মানুষকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী ৷ভারতে তৈরি হওয়া ভ্যাকসিনই পাবে দেশবাসী। এরপর তিনি বলেন।এতদিন তাঁর স্লোগান ছিল, ‘দাওয়াই নেহি তো, ঢিলাই নেহি।’ অর্থাৎ টিকা না পাওয়া অবধি করোনা বিধি কাউকে শিথিল করা চলবে না। আর আজ মোদি ঘোষণা করলেন ২০২১-এর নতুন কোভিড স্লোগান, ‘দাওয়াই ভি অর কড়াই ভি’। অর্থাৎ টিকা না পাওয়া অবধি সবাইকে কঠোরভাবে কোভিড সতর্কতাবিধি অবলম্বনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তিনি বলেন, নতুন বছর অর্থাৎ ২০২১ সালে করোনা থেকে সতর্ক থাকতে দেশবাসীকে এই মন্ত্র অনুসরণ করতে হবে।বৃহস্পতিবার গুজরাতের রাজকোটে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অফ মেডিক্যাল সাইন্সেস (এইমস)-এর শিলান্যাস করলেন মোদি। তিনি বললেন, ” দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন কমছে। ভারতে কোভিড-১৯ এর টীকাকরণের প্রস্তুতির শেষ পর্যায়। দেশের মানুষ ভারতে তৈরি হওয়াই টীকা পাবে। চেষ্টা করা হচ্ছে যাতে দেশের প্রতিটি কোনায় এই টীকা পৌঁছে দেওয়া যায়। আমরা চেষ্টা করছি আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় করোনা টীকাকরণ কর্মসূচি চালনোর। ২০২০ আমাদের শিখিয়ে দিয়েছে যে, স্বাস্থ্যই সম্পদ। ভীষণ চ্যালেঞ্জিং একটা বছর ছিল এটা। আগে আমি বলেছিলাম যে, দাওয়াই নেই তো ঢিলাই নেই।