করোনার জেরে বছরের প্রথম দিন বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির। প্রতিবছর ১ জানুয়ারি কল্পতরু উত্সব পালিত হয় ধুমধাম করে, জনস্রোতের দেখা মেলে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে। ১ জানুয়ারি দিনভার চলে পুজো, এবার করোনা সংক্রমণ ঠেকাতেই দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি, স্যানিটাইজ করে লক্ষ লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব; যার জেরে অবশেষে বাতিল করা হল মন্দিরে পর্যটকদের প্রবেশ। তবে কল্পতরু উত্সব দেখা যাবে উদ্য়ানবাটীর নিজস্ব ওয়েবসাইটে। কল্পতরু উত্সবকে কেন্দ্র করে পঞ্চবাটিতে মেলা বসে, ভোর থেকেই মা ভবতারিণীর মন্দিরের দরজা খোলা থাকে দর্শনার্থীদের জন্য। সকাল থেকেই কাতারে কাতারে লোক আসেন পুজো দিতে। তবে এবছর করোনা পরিস্থিতিতে মন্দির দর্শনের সুযোগ দিলে করোনা সংক্রমণ লাগামছাড়াভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই দর্শনার্থীদের উদ্দেশে বন্ধ হল দরজা। তবে অন্যান্য বছরের মত নিয়ম মেনে পুজো হবে মা ভবতারিণীর। অন্যদিকে করোনা আবহে এবার প্রবেশ নিষিদ্ধ করেছে কাশীপুর উদ্যানবাটীও।