করোনার নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে কলকাতায়। যথারীতি উৎকণ্ঠা-উদ্বেগে ভুগছে শহরবাসী। সংক্রমণ যাতে না ছড়ায়, সেদিকে কড়া নজর রাখছে পুলিশ। তার মধ্যেই তিলোত্তমা জুড়ে বর্ষবরণের রেশ। কাজেই বিশেষ তৎপর প্রশাসন। মাস্ক না পরলেই জরিমানা করা হচ্ছে। লাই বাহুল্য, বিকেল থেকেই ভিড় জমতে শুরু করবে কলকাতায়। তার আগে সকাল ১১টা থেকেই পার্ক স্ট্রিটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দফায় দফায় পরিদর্শন করতে শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের উচ্চ পর্যায়ের টিম। যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা সকালেই পৌঁছে যান পার্ক স্ট্রিটে। ডিসি পদমর্যাদার দুই অফিসারকে নিয়ে তিনি পার্ক স্ট্রিটের সব কটি চেক পয়েন্ট ঘুরে দেখেন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই জনসমাগম বাড়বে পার্ক স্ট্রিটে। কীভাবে কোন পয়েন্টে মাস্কবিহীন মানুষের গতিবিধির উপর নজরদারি চালানো হবে, তাদের কীভাবে ভিড় থেকে আলাদা করে বের করে এনে চেক পয়েন্টে নিয়ে আসা হবে, এই বিষয়ে প্রযোজনীয় নির্দেশিকা জারি করল পুলিশ। কটি টিম মোতায়েন থাকবে ? কীভাবে জহরলাল নেহরু রোড থেকে অ্যালেন পার্ক হয়ে মল্লিকবাজার মোড় পর্যন্ত বিভিন্ন টিম মোতায়েন থাকবে ? সেই ব্যাপারে যাবতীয় নির্দেশ দেন পুলিশের যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা।