প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর: কোভিডের নতুন স্ট্রেন নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সতর্ক করেছে রাজ্যকে। অপরদিকে, রাজ্যের সতর্ক বার্তা পৌঁছে গেছে জেলায় জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরেও নির্দেশিকা পৌঁছেছে। নির্দেশিকা অনুযায়ী, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও। শুধু, UK বা ইউনাইটেড কিংডমই নয়, বিদেশ ফেরত যেকোনো যাত্রীর জন্যই বরাদ্দ হচ্ছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। হচ্ছে কোভিড টেস্টও। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, UK বা ব্রিটিশ যুক্তরাজ্য থেকে ইতিমধ্যে ৩ জন ফিরে এসেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকে। তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং গৃহ নিভৃতবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রিপোর্ট নেগেটিভ এলেও, ৩ জনকেই কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, ব্লক স্তর পর্যন্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল এবং উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, কোভিডের নতুন স্ট্রেন বা SARS Cov 2 রুখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।