জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই টিকাকরণের নির্দিষ্ট পরিকল্পনা সাজিয় ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর তা খতিয়ে দেখতেই আজ, শনিবার গোটা দেশে করোনাভাইরাসের টিকার ড্রাই রান চলছে। অন্যান্য় রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও টিকাকরণের ড্রাই রানের কাজ হচ্ছে। রাজ্যের তিনটি স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বেচ্ছাসেবককে করোনার টিকার জন্য বেছে নেওয়া হয়েছে। টিকাকরণের কাজ চালাতে গিয়ে কোনও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কি না, টিকাকরণের গতি বাড়াতে গেলে আরও কী কী পদক্ষেপ করা প্রয়োজন, সে সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতেই দেশজুড়ে ড্রাই রানের এই আয়োজন। ড্রাই রানে সামিল বাংলা। পশ্চিমবঙ্গে আমডাঙা, মধ্যমগ্রাম ও সল্টলেকের দত্তাবাদকে করোনা টিকার ড্রাই রানের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের কাজ করছেন।