জেলা

এলআইসির প্রিমিয়াম জমা দেওয়ার অছিলায় প্রায় ১ লক্ষ টাকা ছিনতাই


প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর: ছিনতাইয়ের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়! এল আই সি’র প্রিমিয়াম জমা দেওয়ার অছিলায়, প্রিমিয়াম পয়েন্টের কর্মীর মুখে চাপা দিয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটল, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। আজ (শনিবার) সকাল সাড়ে এগারোটা নাগাদ, চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড গোঁসাইবাজার এলাকায়, রীতিমতো রাজ্য সড়কের ধারে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে! পুলিশ তদন্ত শুরু করেছে। ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের ধারেই স্থানীয় এলআইসি এজেন্ট মধুসূদন ঘোষ (ঘাটাল ব্রাঞ্চের) এর প্রিমিয়াম জমা নেওয়ার কাউন্টার। মধুসূদন বাবুর বাড়ি চন্দ্রকোনা থানার পলাশচাবড়ীর সিমলা গ্রামে। অপরদিকে, চন্দ্রকোনার ওই প্রিমিয়াম পয়েন্টের কর্মী বুদ্ধদেব মন্ডল ওই প্রিমিয়াম পয়েন্টে একাই থাকেন, গ্রাহকদের টাকা জমা নেওয়ার জন্য। এদিন সকাল এগারোটা নাগাদ ওই পয়েন্টের কর্মী বুদ্ধদেব মন্ডলের কাছে দু’জন যুবক প্রিমিয়াম জমা দেওয়ার নাম করে ভিতরে ঢুকে আচমকাই রুমাল দিয়ে মুখে চেপে ধরে তাঁর। সাথে সাথেই জ্ঞান হারান বুদ্ধদেব! এরপরই, ক্যাশ কাউন্টারে থাকা প্রায় ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে নিমেষেই চম্পট দেয় দুষ্কৃতীরা। জ্ঞান ফিরলে বুদ্ধদেব ফোন করে বিষয়টি জানায় মধুসূদন বাবু’কে। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। রাজ্য সড়কের ধরে জনবহুল এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।