কলকাতা

আগামী ৭ থেকে ১৫ জানুয়ারি রোজ চলবে শিয়ালদহ-লালগোলা স্পেশাল

গঙ্গাসাগর মেলার জন্য যাত্রীদের সুবিধার্থে আগামী ৭ থেকে ১৫ জানুয়ারি রোজ শিয়ালদহ-লালগোলা স্পেশাল ট্রেন চলবে। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এই সময়ে স্পেশাল এই ট্রেনের মোট ১৮টি ট্রিপ চালাবে পূর্ব রেল। আজ, রবিবার শিয়ালদহ-লালগোলা স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হচ্ছে। এদিকে, আগামী ৫ জানুয়ারি মঙ্গলবার গোটা দিনের জন্য অণ্ডাল-সাঁইথিয়া-অণ্ডাল মেমু ট্রেন বাতিল ঘোষণা করল পূর্ব রেল। কারণ, ওই অণ্ডাল-সাঁইথিয়া সেকশনে লিমিট হাইট সাবওয়ে তৈরির কাজ হবে। সেই কারণে, ওই শাখায় বিদ্যুৎ সংযোগ এবং ট্রাফিক বন্ধ থাকবে। অন্যদিকে, ১ জানুয়ারি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন মনোজ যোশী। তিনি বর্তমানে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পদে কর্মরত। পূর্ব রেলের সর্বোচ্চ কর্তা হিসেবে তাঁকে রেলমন্ত্রক বাড়তি দায়িত্ব দিয়েছে। কারণ, পূর্ব রেলের সদ্য প্রাক্তন জেনারেল ম্যানেজার সুনীত শর্মা রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পরই শনিবার মনোজ যোশী পূর্ব রেলের সমস্ত ডিআরএম এবং শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে পূর্ব রেলের সমস্ত চালু কাজের পর্যালোচনা হয়।