রবিবার সন্ধ্যার মুখে ফোন আসে দিল্লি থেকে । আজ অসুস্থ সৌরভ গাঙ্গুলির খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বলেন ডোনা গাঙ্গুলির সঙ্গেও। সৌরভের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন তিনি। তাঁদের মধ্যে কয়েক মিনিট কথা হয় । জানা গিয়েছে, চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী । এমনকী প্রয়োজনে দিল্লি নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করা হবে বলে জানান তিনি। তাড়াতাড়ি সুস্থতার কামনাও করেন। শনিবার মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলি। শেষ বুলেটিন অনুযায়ী, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভালো আছেন দাদা সৌরভ গাঙ্গুলি । রাতে তিনি ভালো ঘুমিয়েছেন। তাঁর রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভ গাঙ্গুলি রাতে হালকা ডিনার করেছেন। তিনি যথেষ্ট চনমনে রয়েছেন। আজ সকালে রুটিন ইসিজি করা হয়েছে তাঁর। জানা গেছে, রাতে সৌরভ খেয়েছেন চিকেন স্টু, টোস্ট আর ফল। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।জানা গিয়েছে, কাল আসতে পারেন অনুরাগ ঠাকুর, জয় শাহ। কেমন রয়েছেন? কেমন চিকিত্সা চলছে? এসব ব্যাপারে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টির পর থেকেই ভালো আছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়েছে। বসানো হয়েছে স্টেন্ট। উডল্যান্ডস হাসপাতালের চিকিত্সকরা বলেন, সৌরভের তিনটি ব্লকেজ আছে ধমনীতে। তিনটি স্টেন্ট বসাতে হবে। আপাতত একটি বসেছে। অন্য দুটি ব্লকেজ আছে। সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনা করে।