মিম-এর কোনও প্রভাব নির্বাচনে পড়বে না বলে মনে করছে তৃণমূল কংগ্রেস । সৌগত রায় বলেন, “পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূলের সঙ্গেই থাকবেন ।”আজ সকালে ফুরফুরা শরিফের পীরজ়াদা আব্বাস সিদ্দিকির বাড়ি যান আসাদুদ্দিন ওয়েইসি । দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয় । ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । আজকের বৈঠকের পর দু’পক্ষ একে অপরের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন । মিম ও আব্বাস সিদ্দিকীর এই বৈঠককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা সৌগত রায় । এই প্রসঙ্গে তিনি বলেন, “এই বৈঠক নিয়ে আমার কিছু মনে হচ্ছে না । আলাদা দল । ওরা প্রার্থী দিতেই পারে । তবে ওরা সাম্প্রদায়িক দল । মূলত উর্দুভাষী মুসলিমদের প্রতিনিধিত্ব করে । ওনার এখানে আসা বা প্রার্থী দেওয়ায় নির্বাচনে কোনও প্রভাব পড়বে না । আর এখনও পর্যন্ত আব্বাস সিদ্দিকীর কোনও প্রভাব তৈরি হয়েছে বলে আমি জানি না । কিন্তু বাংলার মুসলিম মানুষজন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে বলেই আমার বিশ্বাস ।”