পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন । বিহারের সাফল্যের পর এবার বাংলার নির্বাচনকে লক্ষ্য রেখে ফুরফুরা শরিফে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি । আজ সকালে হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে পীরজ়াদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেন মিম প্রধান । জানিয়ে দেন, বাংলায় আব্বাস সিদ্দিকির নেতৃত্বে লড়াই করবে তাঁর দল ।আজ সকালে কলকাতায় পৌঁছে সোজা ফুরফুরা শরিফে চলে যান মিম প্রধান । সেখানে প্রার্থনার পর আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন । বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয় । সম্প্রতি নিজের দল গড়ার কথা জানিয়েছেন আব্বাস সিদ্দিকী । মিম-এর সঙ্গে জোটের বিষয়ে আসাদউদ্দিন আজ বলেন, “মিম এখন আব্বাস সিদ্দিকীর সঙ্গে রয়েছে । তিনি তাঁর গুরুজনদের দেখানো পথেই চলছেন । আমরা তাঁর নেতৃত্বে কাজ করব, সমর্থন করব । তিনি যা সিদ্ধান্ত নেবেন, মিম তার পাশে আছে । রাজ্যের সর্বত্র আব্বাস সিদ্দিকীকে সমর্থন করবে মিম ।” বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করেই মিম এ রাজ্যে নিজেদের প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে ৷ সেই মতো মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসির বাংলায় রাজনৈতিক সভা করার কথা রয়েছে ৷ এমনকি রাজ্যের সংখ্যালঘু মুসলমান ভোট টানতে বিভিন্ন সংখ্য়ালঘু সংগঠনের সঙ্গেও তারা যোগাযোগ শুরু করেছে ৷ যারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, বিহার নির্বাচনের মতো এ রাজ্য়েও মিম সংখ্য়ালঘু ভোটে ভাগ বসিয়ে বিজেপির সুবিধা করে দিতে পারে । যদিও মিমের ‘উত্থান’ নিয়ে তৃণমূল-বিজেপি বা বাম-কংগ্রেস কেউ-ই তেমন গুরুত্ব দিতে রাজি নয় ।