আজ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, “চুল বা দাড়ির স্টাইল বদলে দিলেই রবীন্দ্রনাথ বা অরবিন্দ হওয়া যায় না ৷ কিংবা দাড়ি বাড়িয়েও রবীন্দ্রনাথ কিংবা ঋষি অরবিন্দ সাজার চেষ্টা করলেও তা হয় না ৷ এই সব সেজে বাংলার মানুষকে ভুল বোঝানো যাবে না ৷ “এদিন বর্ধমানের উৎসব ময়দানে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে একটি জনসভা করেন তিনি ৷ জনসভা থেকে বিজেপিকে একহাত নেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ নাম না করে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “সিঙ্গুরে, নন্দীগ্রাম, নেতাইয়ে তোমার টিকি দেখিনি ৷ তখন গজুবাবু গুজুতে বসেছিলেন এখানে ছিলেন না ৷ এখন বাংলা দখল করতে হবে, তাই এখানে আসবেন ?” এপ্রসঙ্গে তিনি আরও বলেন যে, “বাংলার মানুষ দখল কথাটি পছন্দ করেন না ৷ যারা বাংলায় গ্রামগঞ্জ চেনে না তারা বলছে বাংলা দখল করবে ৷ হঠাৎ২০২১এ এসে মনে পড়ল বাংলায় আসতে হবে ৷ তাই কখনও রবীন্দ্রনাথ কখনও ঋষি অরবিন্দ সাজছেন । রবীন্দ্রনাথের মতো সাজলে রবীন্দ্রনাথ হওয়া যায় না । কিংবা ঋষি অরবিন্দ হওয়া যায় না । কখনও চুলের স্টাইল বদলে কিংবা দাড়ি বাড়িয়ে বাংলার মানুষের মন পাওয়া যাবে না । ”