দীর্ঘদিন পর রাস্তায় নামছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন। কয়েকদিন আগে বিজেপি তাঁকে কলকাতা সাংগঠনিক জোনের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে। মহানগরের মিছিল’ ঘিরে তাই বিজেপি কর্মী-সমর্থকদের বাড়তি উদ্দীপনা দেখা দিয়েছে।সোমবারের এই রোড শো-তে থাকার কথা বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়ের। যানজটের কথা ভেবে পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। রবিবার রাতে দলের নেতাদের নিয়ে নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে বৈঠকে বসেন শোভন। কলকাতা জোনের অধীন ৫১টি বিধানসভার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।দলের মিডিয়া সেল আগেই জানিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ মিছিল শুরু হবে। আলিপুর চিড়িয়াখানার কাছে জড়ো হবেন বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। মাঝেরহাট ব্রিজ, মহাবীরতলা, টালিগঞ্জ, হাজরা হয়ে মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য কার্যালয়ের কাছে শেষ হবে মিছিল।