সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে অশোকনগরে কেন্দ্রকে বিনা পয়সায় জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে জমি চাইল ওএনজিসি (ONGC)। অশোকনগর থেকে অপরিশোধিত তেল উত্তোলন ও সংশ্লিষ্ট কাজকর্মের জন্য রাজ্যের কাছে জমি চেয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। সোমবার নবান্ন সভাঘর থেকে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অশোকনগরে অপরিশোধিত তেল মিলেছে। এর পর রাজ্যে দ্রুত তেল উত্পাদন কেন্দ্র তৈরির জন্য কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির জবাব দিয়েছে ওএনজিসি। তেল উত্পাদন কেন্দ্র ও প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য ৪০ একর জমি চেয়েছে তারা। অশোকনগর ও ব্যারাকপুর অঞ্চলে জমি চাওয়া হয়েছে। এর বিনিময়ে টাকা দেওয়ার কথাও জানিয়েছিল সংস্থাটি। কিন্তু বিনামূল্যেই তাঁদের জমি দেওয়া হবে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর আশা, এই রাষ্ট্রায়ত্ত সংস্থার হাত ধরে রাজ্যে শিল্প আসবে। হবে কর্মসংস্থানও। জমি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওএনজিসিকে যে জমি দেওয়া হবে, সেই জমিতে বসতি রয়েছে। তাঁদের উপযুক্ত পুনর্বাসন ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্যও কেন্দ্রকে আরজি জানিয়েছি।’ মুখ্যমন্ত্রীর আশা, ভবিষ্যতে বাংলা দেশের এনার্জি হাব হয়ে উঠবে। এখান থেকে বিদেশে তেল, কয়লা রপ্তানি হবে।