আজ কোচি-মেঙ্গালুরু ৪৫০ কিমি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরল এবং কর্ণাটকের বহু জেলার মানুষ উপৃত হবেন এই পাইপলাইনের ফলে। মোদি বলছেন, “ভারতের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন। বিশেষত কেরল এবং কর্ণাটকের মানুষের জন্য। এই দুই রাজ্য প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে জুড়ে গেল।” মোদির সংযোজন, এই প্রকল্পের মাধ্যমে এই দুই রাজ্যের লক্ষাধিক মানুষের জীবন আরও সহজ হয়ে যাবে এবং পর্যটন আরও ফুলেফেঁপে উঠবে। মোদি এদিন কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি। বিগত দশকে ভারতের মন্থর গতির উন্নয়ন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। মোদির বক্তব্য, “এত ধীর গতিতে এগোলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সাম্প্রতিক বছরে ভারতের উন্নয়নের গতি ও উন্নয়নের সুযোগ অনেকটাই বেড়েছে। ১৯৮৭ সালে আন্তঃরাজ্য পাইপলাইন কমিশন তৈরি হলেও ২০১৪ সাল পর্যন্ত ১৫ হাজার কিলোমিটার পাইপলাইন তৈরি হয়। সেখানে এই মুহূর্তে দেশে ১৬ হাজার কিলোমিটার পাইপলাইনের কাজ চলছে। যা আগামী ৪ থেকে ৬ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে।”