কলকাতা

নারদা মামলা নিয়ে হাইকোর্টের নির্দেশিকা, ২ সপ্তাহের মধ্যে হলফনামার নির্দেশ

নারদা মামলায় বিধায়ক সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অধ্যক্ষের অনুমতি নেওয়া হয়েছে কিনা ২ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে হাইকোর্টে। দু সপ্তাহ পর মামলার শুনানি হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। নারদ তদন্তের চার্জশিট জমা দিতে প্রয়োজন বিধানসভার অধ্যক্ষের অনুমতি। সেই অনুমতির আর্জিই জানায়নি সিবিআই, এদিন মামলার শুনানিতে আদালতে এমনটাই দাবি জানান সরকারি আইনজীবী অভ্রতোশ মজুমদার। নারদ তদন্তে চার্জশিট জমা দিতে পারছে না সিবিআই কারণ অধ্যক্ষের অনুমতি মেলেনি। তবে এই অনুমতির কোন প্রয়োজন নেই বলে হাইকোর্টের দারস্থ হন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে স্পিকারের কোন অনুমতি না নিয়েই এই ধরণের মামলার ক্ষেত্রে চার্জশিট জমা দিতে পারে সিবিআই।