বাজেট অধিবেশন শুরু হতে পারে আগামী ২৯ জানুয়ারি। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে মঙ্গলবার এমনই তথ্য পাওয়া গিয়েছে। প্রথামাফিক ওই দিন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর পর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ওই সূত্র জানিয়েছে যে এবারের বাজেট অধিবেশন দুটি ভাগে করা হবে। প্রথম ভাগ চলবে আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর আগামী ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বসবে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ। কোরোনা পরিস্থিতির জেরে গত বছর বাজেট অধিবেশন আগেই শেষ হয়। তার পর বর্ষাকালীন অধিবেশন কম সময়ের জন্য করা হয়। তার পর কোরোনা পরিস্থিতির জেরে শীতকালীন অধিবেশনও বাতিল করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশন কবে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।