লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই হাওড়া শহর তৃণমূল সভাপতি এবং ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের নতুন প্রতিমন্ত্রী বেছে ফেলল তৃণমূল। ক্রীড়া প্রতিমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব পেলেন অরূপ বিশ্বাস। এবং হাওড়া শহর তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মমতার দীর্ঘদিনের সহকর্মী ভাস্কর ভট্টাচার্যকে। দায়িত্ব পেয়ে ভাস্কর বলেন, ‘দিদি যখন যুব কংগ্রেসের সভানেত্রী তখন থেকে আমরা দিদির সঙ্গে রাজনীতি করছি। আমরা দিদির মুখ্যমন্ত্রিত্ব বা রেলমন্ত্রিত্ব দেখে রাজনীতি করি না। যখন যে দায়িত্ব দিয়েছেন আমরা পালন করেছি।’ আগামী বিধানসভা ভোটে যে বিজেপির সঙ্গে টক্কর ভালোমতোই হবে, সেই ইঙ্গিত দিয়ে ভাস্কর বললেন, ‘এবারের নির্বাচন একদিকে প্রত্যাবর্তনের নির্বাচন, আরেকদিকে বদলার নির্বাচন।’ তবে লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগের কারণ এড়িয়ে যান তিনি।