অবশেষে বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছ থেকে এল এই সংক্রান্ত চিঠির উত্তর। প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প নিয়ে শীঘ্রই রাজ্য সরকারকে এক নোডাল অফিসার নিয়োগ করার পরামর্শ দিয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই তালিকা তৈরি করে তা কেন্দ্রকে পাঠানো হোক এবং একজন নোডাল অফিসার নিয়োগ করা হোক। তাতে কাজ ভালভাবে ও দ্রুত হবে। জানা গিয়েছে, চিঠিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমার স্পষ্টই জানিয়েছেন, যদি রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে এই নিয়ে যথাযথ সহযোগিতা করা হয়, তাহলেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। উল্লেখ্য, প্রত্যেক কৃষক এই প্রকল্পের আওতায় এলে মাসিক ৬ হাজার টাকা করে পাবেন। এই প্রকল্পে রাজ্য সরকার যোগ না দেওয়ার কারণে সুবিধা পাচ্ছে না কৃষকেরা এই অভিযোগ রাজ্যে এসে করেন অমিত শাহ। সেই অভিযোগ যে সত্য নয়, তা একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে একাধিকবার কেন্দ্রকে চিঠি দিলেও তার জবাব মেলেনি বলেই দাবি রাজ্য সরকারের। এই নিয়ে গত সপ্তাহেই ফের একদফা চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই চিঠির জবাবই এল বুধবার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার চিঠি দিয়ে কৃষকদের তালিকা, নোডাল অফিসার নিয়োগ ও অ্যকাউন্টে সরাসরি টাকা পাঠাবার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে। এবার দেখার রাজ্য সরকার এই নিয়ে কী পদক্ষেপ করেন।