কলকাতা

কলকাতায় থেকে উধাও শীত

জানুয়ারি পড়তে না পড়তেই হঠাৎই উধাও হয়ে গেল শীত। কয়েকটা দিন মাত্র ঠাণ্ডা উপভোগ করতে না করতেই ফের গরম। আবহাওয়া দপ্তর জানাল, দিনে গরম আর রাতে সামান্য শীত। আগামী কয়েকদিন এমনই থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আবহাওয়া। আজ বৃহস্পতিবার শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। গত পাঁচ দিনে মহানগরীতে ৫ ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়ল। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আজ কলকাতায় পরিষ্কার আকাশ রাতে ও সকালে শীতের সামান্য আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। এমনকী আগামী কয়েকটা দিন এরকমই থাকবে তাপমাত্রা বলে জানিয়ে দিল হাওয়া অফিস। জানাল, মকরসংক্রান্তির আগে পারদ নামার সম্ভাবনা কম। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। বাড়ছে পূবালী হাওয়ার দাপটও। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় বাড়বে তাপমাত্রা, হবে অস্বস্তি।