কলকাতা

কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগরে এত মানুষের স্নান বিপজ্জনক, উদ্বিগ্ন হাইকোর্ট বিশেষজ্ঞর পরামর্শ চাইল

 দুর্গা পুজো, কালী পুজোয় মণ্ডপগুলিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। ক্রিসমাসেও জমায়েত, ভিড়ে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। এবার গঙ্গাসাগর মেলা! করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলাকে কন্টেইনমেন্ট জোন করার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, ‘মানুষের জীবন আগে। পরে বিশ্বাস।’ যদিও এদিনের শুনানিতে রাজ্য জানায়, তারা এ বিষয়ে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। তবে কার্যত কোভিড পরিস্থিতি মেডিক্যালি নিয়ন্ত্রন করা অসম্ভব বলেও জানিয়েছে তারা। সেই সঙ্গে রাজ্যের দাবি, কেন্দ্র আলাদা কোনও গাইডলাইন দেয়নি। তবে কিছুটা হলেও কম সংখ্যাক পুণ্যার্থী আসবেন বলে আশা করা হচ্ছে বলে জানানো হয় রাজ্যের তরফে। যদিও পর্যবেক্ষণে আদালত বলেছে, ‘সরকার বা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা নিয়ে আদালতের আগ্রহ নেই। কী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা অগ্রাধিকারের বিষয়।’ প্রধান বিচারপতি বলেছেন, ‘একসঙ্গে অনেক মানুষ জলে স্নান করলে ড্রপলেট থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার বিশেষজ্ঞ চিকিত্‍সকদের মতামত নিয়ে আগামীকাল দুপুর দুটোর মধ্যে হলফনামা জমা দিক। তারপর এই মামলা নিয়ে আদালত তার নির্দেশ দেবে।’ এ বিষয়ে পরবর্তী শুনানি শুক্রবার দুপুর দুটোয়। এখন দেখার গঙ্গাসাগর মেলা নিয়ে আগামীকাল চূড়ান্ত কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।