বিতর্কিত নয়া কৃষি আইন প্রত্যাহার করতেই হবে। না করলে ২৬ জানুয়ারি দিল্লির পথে ট্রাক্টর মিছিল করবেন, হুঁশিয়ারি কৃষকদের। তাই প্রায় ২৫০০ ট্রাক্টর নিয়ে কৃষকদের প্যারেডের জেরে স্তব্ধ হবে দিল্লি। সেজন্য ইতিমধ্যে হরিয়ানা, পাঞ্জাব থেকে রওনা হচ্ছে শয়ে শয়ে ট্রাক্টর। তারই মহড়া চলল বৃহস্পতিবার। দিল্লিগামী ইস্টার্ন এবং ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়েতে। এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ল রাজধানী। সোমবার কেন্দ্রের সঙ্গে সপ্তম দফার বৈঠকও ব্যর্থ হয়েছে। আগামীকাল, শুক্রবার ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছেন কৃষকরা। তার আগে এদিন কৃষকদের প্রতিবাদে আরও একবার কেঁপে উঠল দিল্লি। ট্রাক্টর
মিছিলে যোগ দিলেন হাজার হাজার কৃষক। সিংঘু সীমান্তে রাজনৈতিক সমাজকর্মী যোগেন্দ্র যাদব এদিন বললেন, ‘২৬ জানুয়ারি যা হবে, এদিন তারই একটা মহড়া হিসেবে ধরা হচ্ছে।’ যাদব বললেন, সিংঘু, টিকরি, গাজিয়াবাদ, হরিয়ানার রেওয়াসান থেকে ট্রাক্টর নিয়ে দিল্লি এক্সপ্রেসওয়ের উদ্দেশে রওনা হবেন কৃষকরা। মাঝপথে সাক্ষাৎ করে ফের বিক্ষোভস্থলে ফিরে যাবেন। দুপুর ২টো থেকে পাঁচটা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না গাড়ি। ১১ জানুয়ারি সুপ্রিম কোর্টে কৃষকদের আবেদনের শুনানি রয়েছে। শুনবে প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যমের বেঞ্চে। পুলিশের ধারণা, ২৬ জানুয়ারি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির পথে নামতে পারে ২,৫০০ ট্রাক্টর। হরিয়ানায়ও চলবে মিছিল। এসবের জেরে স্তব্ধ হতে পারে রাজধানী।