দেশ

‘সন্ধ্যার পর একা না বেরলে ধর্ষণ হতো না’, মন্তব্য করে বিতর্কে জাতীয় মহিলা কমিশনের সদস্যার

উত্তরপ্রদেশঃ সন্ধ্যার পর একা না বেরলে ধর্ষণের ঘটনাই ঘটত না। উত্তরপ্রদেশের বদায়ুঁতে নৃশংস গণধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য চন্দ্রমুখী দেবী। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বদায়ুঁতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। পরিবারের সঙ্গে দেখা করার পর চন্দ্রমুখী দেবী বলেন, মহিলা যদি ওই সময় না বেরোতেন, তা হলে এমন ঘটনা ঘটত না। একজন মহিলার সব সময় বিবেচনা করে দেখা উচিত, কখন তিনি বেরোবেন। বিতর্ক শুরু হতেই কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ট্যুইটারে লেখেন,  আমি জানি না কেন এবং কীভাবে কমিশনের ওই সদস্য এমন মন্তব্য করলেন। নিজের ইচ্ছামতো যে কেউ যখন খুশি বেরোতে পারে।