জেলা

এপ্রিলে রাজ্যে ৭ দফায় বিধানসভা নির্বাচন! ফেব্রুয়ারিতেই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এপ্রিল মাসের গোড়া থেকেই বাংলায় ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। গতবারের মতো এবারেও ৭ দফায় ভোট গ্রহণ করা হতে পারে বাংলায়। ২০১৬ সালেও ৭ দফাতেই ভোট গ্রহণ করা হয়েছিল। তবে এর বিপরীত একটি মতও শোনা যাচ্ছে। ২০১৬ সালে ভোটগ্রহণ শুরু হয়েছিল ৪ এপ্রিল। যদি এবারে কোভিডের টিকাকরণের কারনে ভোট ঘোষণা ১ মাস পিছিয়ে যায় তাহলে ভোট শুরু হবে এপ্রিলের মাঝামাঝি। সেক্ষেত্রে ফলাফল বার হতে পারে মে মাসের মাঝামাঝি সময়ে। এখন কোন মত মেনে ভোট হয় তার জন্য অপেক্ষা করতেই হবে। বাংলার সঙ্গে এবারে ভোট হতে চলেছে দেশের আরই ৪টি রাজ্যেও। অসম, কেরল, তামিলনাড়ু ও পন্ডিচারীতে। এদের ভোটও পশ্চিমবঙ্গের সঙ্গেই হবে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সূত্রের খবরে কমিশন ৭ দফাতে বাংলায় ভোট করাতে চাইছে। তাঁদের ইচ্ছাও আছে এপ্রিলের প্রথম দিক থেকেই ভোটগ্রহণের পালা শুরু করে দেওয়ার। কিন্তু কোভিডের টিকাকরণের কাজের জেরে সেই দিনক্ষন বজায় রাখার বিষয়টিও কমিশনকে ভাবতে হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের সময় কিছুটা পিছিয়ে যেতে পারে। যদি এপ্রিলের শুরুতে ভোটগ্রহণের পালা শুরু হয় তাহলে হয় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভোট ঘোষণা হয়ে যেতে পারে বা মার্চ মাসের শুরুতে আর নাহলে যদি এপ্রিলের মাঝামাঝি ভোটগ্রহণ শুরু হয় তাহলে মার্চ মাসের মাঝামাঝি কমিশন ভোট ঘোষণা করতে পারে। তবে এবারে বিজেপির পক্ষ থেকে কমিশনকে বার বার জানানী হচ্ছে দ্রুত আদর্শ আচরণবিধি লাগু করে দিতে। কিন্তু ভোট ঘোষণা ছাড়া তা হওয়া সম্ভব নয়। তাই কমিশন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভোটের দিনক্ষন ঘোষণা করে দিয়ে এপ্রিলের শুরু থেকেই ভোট গ্রহণের দিন ফেলে দিতে পারে।