জেলা

কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে চাল ভিক্ষা চাইলেন নাড্ডা, ভোটের আগে নয়া কর্মসূচি বিজেপি-র

পশ্চিমবঙ্গের শস্যভান্ডার বর্ধমানে এসেছেন বিজেপি- র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা । এদিন থেকে কৃষক সুরক্ষা অভিযান শুরু করেছে বাংলার বিজেপি। বর্ধমানের গ্রামে কৃষকদের বাড়ি বাড়ি ভিক্ষা করে চাল সংগ্রহ করেন নাড্ডা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘এক মুঠো চাল।’ তারপর তা গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে। বিভিন্ন জায়গায় খোলা হবে কমিউনিটি কিচেন। তার পর সংগৃহীত সেই চাল এবং সব্জি দিয়ে খাবার রান্না করে আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তা বিভিন্ন এলাকায় বণ্টন করা হবে। ‘এক মুঠো চাল’-এর কর্মসূচি শেষ করে আবার তিনি ফেরেন জগদানন্দপুর গ্রামে। সেখানে কৃষক মথুরা মণ্ডলের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজন সারেন। গ্রামের এই ভিভিআইপি ‘অতিথি’কে বরণের জন্য দিন দুই আগেই নতুন করে রঙের প্রলেপ পড়েছে মথুরা মণ্ডলের বাড়িতে। মধ্যাহ্নভোজের মেনু একদম নিরামিষ খাবার ব্যবস্থা করা হচ্ছে নাড্ডার জন্য। মেনুতে ছিল ভাত, সোনামুগের ডাল, শাক, আলুভাজা, ফুলকপি-পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, দই ও নলেন গুড়ের রসগোল্লা।