জেলা

সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়া হল না জেপি নাড্ডার

 এবারে যাতে সেই ধরনের কোনও ঘটনা না ঘটে তার জন্য সজাগ রয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। বর্ধমান ও কাটোয়া দুই শহরেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সর্বত্রই থাকছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। এর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশও। এখনও পর্যন্ত রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনি সকালে দিল্লি থেকে বিমানে কলকাতায় আসবেন নাড্ডা। দমদমে তাঁকে স্বাগত জানাবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা মুকুল রায় সহ অনান্যরা। দমদম থেকে হেলিকপ্টারে নাড্ডা আসবেন কাটোয়াতে। এখান থেকেই শুরু হবে তাঁর মূল কর্মসূচি। বিজেপির সর্বভারতীয় সভাপতির রোড শো এক কিলোমিটারের বেশি লম্বা করা হওয়া যাবে না, এমনই নির্দেশ ছিল পুলিশের। এবার তাঁর সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হল। শনিবার সকালে অন্ডাল বিমানবন্দরে নেমেছিলেন নাড্ডা। দুপুর ৩টের সময় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মন্দির কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পুজো দিতে পারবেন না বিজেপি নেতা। কারণ দুপুর ১টা থেকে বিকেল চারটে পর্যন্ত ‘মায়ের’ বিশ্রামের সময়। ফলে মন্দিরের দরজা বন্ধই থাকবে। এর অর্থ মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারলেও পুজো দিতে পারবেন না নাড্ডা। এই ঘটনা নিয়ে স্বভাবতই বিতর্কের সৃষ্টি হয়েছে। এরপর তিনি শেষে কাটোয়া রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিলেন। এরপর কাটোয়ায় একটি জনসভা এবং বর্ধমান টাউনে একটি রোড শো করলেন তিনি।

Image may contain: 2 people
Image may contain: 2 people, people eating