দেশ

১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হবে গণ টিকাকরণ, জানাল কেন্দ্র

আগামী ১৬ জানুয়ারি থেকে গণ টিকাকরণ শুরু হবে ভারতে। কেন্দ্রীয় সরকার শনিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। এর আগে সূত্রের খবর ছিল, ১৩ জানুয়ারি থেকে শুরু হতে পারে টিকাকরণ। কিন্তু এদিন আনুষ্ঠানিক ভাবে টিকাকরণের দিনক্ষণ জানিয়ে দিয়েছে সরকার। প্রথমে দেশের চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া হবে। তার পর ৫০ বছরের ঊর্ধ্বে মানুষদের টিকা দেওয়া হবে। মোট ২৭ কোটি মানুষকে প্রথম দফায় টিকা দেওয়া হবে। মকর সংক্রান্তির পরদিন থেকেই এই কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।