দেশ

করোনার টিকার ট্রায়ালে অংশ নেওয়ার ১০ দিনের মাথায় মৃত্যু ভোপালের স্বেচ্ছাসেবকের!

আগামী ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হবে করোনা টিকাকরণ। এর মধ্যেই ভোপাল থেকে এল উদ্বেগের খবর। করোনা টিকার ট্রায়ালে অংশ নেওয়ার ১০ দিন পর মৃত্যু হল ভোপালের এক স্বেচ্ছাসেবকের। কো-ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে টিকা নিয়েছিলেন ৪২ বছরের ওই ব্যক্তি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, দীপক মারয়াই  নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছে কোভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভোপালের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওরে। এর কারণ বিষক্রিয়া।  ময়নাতদন্ত হলেও এখন ভিসেরা পরীক্ষা বাকী। ওই পরীক্ষার রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যু আসল কারন। এমনটাই জানিয়েছেন মধ্যপ্রদেশের মেডিকো লিগ্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর ডা অশোক শর্মা।