স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বারবার রাজ্যকে তুলোধনা করেছেন বিজেপি নেতারা। এসবের মাঝেই ঝাড়গ্রামের বিজেপি জেলা সভাপতি সুখময় শতপথীর পরিবারের সদস্যদের দেখা গেল স্বাস্থ্যসাথী কার্ডের লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের প্রশংসাও করেছেন বিজেপি নেতার পরিবারের সদস্যরা। রাজ্যের বিভিন্নপ্রান্তে চলছে স্বাস্থ্যসাথী কার্ড বিলির কাজ। বিনামূল্যে চিকিত্সা পেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এই কার্ড নিচ্ছেন আমজনতা। শনিবার দুপুরে ঝাড়গ্রামের ১৪ নম্বর ওয়ার্ডে যেখানে স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি তোলা হচ্ছিল সেখানে হাজির হন জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথীর বাবা, মা, বোন-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। প্রায় আড়াই ঘণ্টা লাইনে দাঁড়ান তাঁরা। সন্ধে ৬ টা নাগাদ ছবি তোলা হয় তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে রীতিমতো আপ্লুত বিজেপি নেতার পরিবারের সদস্যরা। যদিও সুখময় শতপথী, তাঁর স্ত্রী ও মেয়ে যাননি স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তুলতে। এবিষয়ে প্রশ্ন করা হলে সুখময়বাবু বলেন, ‘এটা রাজ্যের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কিছু নয়। আর কার্ড না নিলে প্রত্যক্ষভাবে বোঝা সম্ভব নয়, আদৌ ওই কার্ড কোনও কাজের কি না। মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে আয়ুষ্মান ভারত চালু করুন।’