কলকাতা

২৩ জানুয়ারি নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে নতুন তিনটি রুটে বাস পরিষেবা চালু করছে এসবিএসটিসি

নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে এসবিএসটিসি। নতুন তিনটি রুটে বাস পরিষেবা চালু করছে এসবিএসটিসি। ২৩ জানুয়ারি থেকেই নেতাজি, আজাদ হিন্দ ও জয়হিন্দ এক্সপ্রেস, এই তিনটি বাস পরিষেবা চালু করবে এই সরকারি পরিবহণ সংস্থাটি। এরমধ্যে একটি মায়াপুর থেকে উত্তরবঙ্গের মধ্যে চালু হচ্ছে। যার নাম মায়াপুর-শিলিগুড়ি নেতাজি এক্সপ্রেস। এছাড়া টালিগঞ্জ থেকে একটি তারাপীঠ ও একটি জঙ্গলমহল বাস পরিষেবাও চালু করা হচ্ছে। তারাপীঠ পর্যন্ত বাস পরিষেবার নাম দেওয়া হয়েছে আজাদ হিন্দ এক্সেপ্রেস। টালিগঞ্জ-ঝাড়গ্রামের মধ্যে চলা বাসের নাম দেওয়া হয়েছে জয়হিন্দ এক্সপ্রেস। জানা গিয়েছে, মায়াপুর থেকে শিলিগুড়ি বাস পরিষেবা চালু করার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবিকে সম্মান জানিয়ে ধর্মীয় স্থানের সঙ্গে উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্রকে জুড়তে চালু হচ্ছে নেতাজি এক্সপ্রেস। সেদিনই কৃষ্ণনগরে একটি বাস টার্মিনাসের শিলান্যাসও করা হবে। 

ফাইল চিত্র।