দেশ

হরিয়ানায় কৃষক-মুখ্যমন্ত্রী বৈঠকের আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস

নয়া কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধীতায় দিল্লি সীমান্তে প্রায় ২মাস ধরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কৃষকদের ক্ষোভ নিরসনে বারবার ব্যর্থ হয়েছে কেন্দ্র ও কৃষক নেতাদের মধ্যে বৈঠক। এর মধ্যে হরিয়ানার কারনালে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সফরকে ঘিরে এলাকায় রণক্ষেত্রের সৃষ্টি হয়। কৃষক ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জানা গেছে, রবিবার কারনালে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল মুখ্যমন্ত্রী মনোহরলাল  খট্টরের। কেন্দ্রের কৃষি আইনের সুফল নিয়ে তাঁদের বোঝানোর কর্মসূচি নিয়েছিলেন তিনি। কিন্তু এদিন প্রায় ১০০ জন কৃষক কৈমলা গ্রামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার হেলিপ্যাডের কাছেই মিছিল করে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর কিষাণ মহাপঞ্চায়েত কর্মসূচি ঘিরে প্রায় ১৫০০ পুলিশ মোতায়েন ছিল। সাতটি নাকা পয়েন্টে কড়া নিরাপত্তা বেষ্টনীও তৈরি করা হয়। কিন্তু সেই বেষ্টনী টপকে হেলিপ্যাডে ঢুকে পড়েন কৃষকরা। জলকামান দিয়ে কৃষকদের হঠিয়ে দেওয়া হয়।এরপর একপ্রকার বাধ্য হয়েই পুলিশকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জায়গা পরিবর্তন করতে হয়।