অবশেষে বিজেপির মিছিলে যোগ দিলেন শোভন-বৈশাখী । আজ দক্ষিণ কলকাতায় সাংগঠনিক জেলার উদ্যোগে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বের হয় মিছিল । সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন কলকাতার প্রাক্তন মেয়র । আজ মিছিল থেকে তৃণমূলকে আক্রমণ করলেন শোভন। মিছিলের শুরুতেই বললেন, ”২০১১ সালে যে চিন্তা নিয়ে আমরা সরকার গড়েছিলাম, ২০১৬ সালে সরকারে ফিরেছিলাম, তার থেকে এখন অনেক দূরে চলে গিয়েছে তৃণমূল।” অনেক স্বপ্ন দেখে তৃণমূলে থেকে লড়াই করেছিলেন বলে দাবি করে শোভন বলেন, ”উনি (মমতা) বলছেন, সোনার বাংলা গড়েছেন। কিন্তু গরু পাচারের, কয়লা পাচারের সোনার বাংলা আমরা চাইনি।” কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত থেকে কৃষক নিধি সম্মান প্রকল্প রাজ্যে চালু না হওয়ারও নিন্দা করেন শোভন। আর বৈশাখী স্লোগান তোলেন— ”শপথ নিয়েছি সদ্য, ঘরে ঘরে পদ্ম।” আজ মিছিল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শোভন । বলেন, “মুখ্যমন্ত্রী রানাঘাটে গিয়ে বলেছেন, সোনার বাংলা হয়ে গেছে । আজ দুঃখ, যন্ত্রণা হয় যে এই রাজনৈতিক দলের আমরা শরিক ছিলাম । টেট কেলেঙ্কারি, আমফানের অভিযোগ, কয়লা কেলেঙ্কারি । বাংলায় আয়ুষ্মান প্রকল্প না আসতে দেওয়া । এগুলো করে কোন সোনার বাংলা গড়লেন উনি ।”