সাতসকালে বিধ্বংসী আগুন লাগে বেহালার একটি প্লাস্টিক কারখানায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বেহালার শিরিটি শ্মশান সংলগ্ন ওই প্লাস্টিক কারখানা থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বের হতে দেখেন স্থানীয়ার। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্লাস্টিকজাত দ্রব্য থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের চারটি ইঞ্জিন বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে খানিকটা আয়ত্তে আনে আগুন।