১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে কোভিড -১৯ টিকাকরণ। প্রথম পর্যায়ে প্রায় তিন কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হবে। এই প্রেক্ষিতে ভ্যাকসিনের ডোজ দেশের বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে। সোমবার থেকেই করোনার ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে।কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজগুলি ভারতের পুনের সিরাম ইনস্টিটিউট থেকে ট্রাক এবং বিমানের মাধ্যমে বিশেষ ফ্রিজারে পাঠানো হচ্ছে। মঙ্গলবার সকালে ভ্যাকসিনের তিনটি কনটেইনারকে বিমানবন্দরে ট্র্যাকের মাধ্যমে পাঠানো হয়। এই ট্রাকগুলিতে ৩ ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিন পুনে বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে মোট ৮ টি বিমানের মাধ্যমে ভ্যাকসিনকে ১৩ টি পৃথক স্থানে নিয়ে যাওয়া হবে। রাজ্যেও আসতে চলেছে কোভিশিল্ডের ভ্যাকসিন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর আজ দুপুরেই পুনে থেকে এসে পৌঁছবে কোভিশিল্ড করোনা ভ্যাকসিন। কলকাতায় পৌছনোর পরেই যাবে বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে। সেখান থেকে রাজ্যের কোল্ড স্টোরেজ পয়েন্টগুলিতে পৌঁছে দেওয়া হবে। সূত্রের খবর আপাতত ৬৮ হাজার ৯০০ ভায়াল পাঠাবে কেন্দ্র। তাতে ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ দেওয়া সম্ভব হবে। প্রথমে ভ্যাকসিন পাবেন পাঁচ লক্ষ আশি হাজার স্বাস্থ্যকর্মী, আড়াই লক্ষ পুলিশ এবং ১ লক্ষ ১২ হাজার পুরকর্মী।